নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেনরসিংদীর শিবপুরে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শিবপুরের কোন্দালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সকালে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় আহত হন অন্তত আটজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মত্যু হয়। নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে।
তবে এখনো হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি।
আপনার মন্তব্য লিখুন