ধর্ষনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া-বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে উপজেলার কুট্রাপাড়া যুবসমাজের উদ্যোগে আজ বৃহস্পতিবার(৮অক্টোবর) দুপুরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে কুট্রাপাড়া মোড়ে এসে শেষ হয়। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এছাড়া সরাইলে পৃথক পৃথক স্থান ও সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনও একই দাবিতে মানববন্ধন কর্মসূচী করার খবর পাওয়া গেছে।
আপনার মন্তব্য লিখুন