দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে সরাইলে মানববন্ধন, পুলিশের বাঁধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বাঁধার মুখে মানববন্ধন পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার(৭জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরের সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের হাসপাতাল মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উক্ত মানববন্ধন পালন করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দাম্মাম বিএনপি নেতা এম কামাল, বিএনপি নেতা আবু তাহের, আতাহার হোসেন বকুল, সাদেকুর রহমান রঞ্জন, নোয়াগাঁও ইউপি বিএনপির সদস্য সচিব মোঃ আশিক মিয়া, বিএনপি নেতা মোঃ আইয়ুবুর রহমান, আফজাল হোসেন, কাজল মিয়া, দুলাল মাহমুদ আলী, মোঃ আবুল কাসেম, মোঃ শাহ আলম, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোঃ নুর আলম, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী মোঃ নুরুল আমিন, যুবদল নেতা জালাল মিয়া, খোকন মিয়া, সৈয়দ আলী আহসান পলাশ, অনিক হোসেন মৃধা, মোঃ আকরাম খান, সেলিম লস্কর, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ সিহান, সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী হাফিজুর রহমান মৈশান, সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মীর ওয়ালিদ ও ছাত্রদল নেতা মোঃ সোহাগ মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর বক্তব্যে বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারনে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগন। দ্রুত গতিতে দ্রব্য মূল্যের দাম কমিয়ে এনে দেশ ও দেশের মানুষকে বাচাঁনোর চেষ্টা করার আহবান জানান তিনি সেই সাথে তিনি বানিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ এসময় পুলিশি বাঁধায় মানববন্ধন কর্মসূচী সমাপ্ত ঘোষনা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন