দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২১ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী জেলা সদরে মাইজদি বিআরডিবি ডানিডা ট্রেনিং সেন্টারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশের জেলা ও উপজেলা প্রতিনিধিদের অঞ্চল ভিত্তিক সমাবেশের অংশ হিসেবে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুরসহ আশ-পাশের জেলা ও এদের অন্তর্ভুক্ত উপজেলা প্রতিনিধিরা ৫ম সমাবেশ হিসেবে উক্ত প্রতিনিধি সমাবেশে অংশগ্রহন করেন। নোয়াখালী জেলা প্রতিনিধি হানিফ ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের বার্তা সম্পাদক আজম মীর শহিদুল আহসান। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী জেলার কৃতি সন্তান, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক নয়া দিগন্তের প্রকাশক আলহাজ্ব শামসুল হুদা এফসিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিগন্ত মিডিয়া কর্পোরেশন এর নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব ড. আইয়ুব মিয়া, নয়া দিগন্তের মার্কেটিং বিভাগের প্রধান জহিরুল হক। সরাইল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা(পোর্টাল) “সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক নয়া দিগন্তের সরাইল উপজেলা প্রতিনিধি এম এ করিমসহ বিভিন্ন জেলা ও উপজেলার উপস্থিত প্রতিনিধিগণ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে কোরআন তেলায়াত করেন রামগতি উপজেলা প্রতিনিধি রেজাউল হক ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষীপুর জেলা প্রতিনিধি মো: মোস্তাক রহমান। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া বক্তব্যে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সততা, সুন্দর আর ন্যায়কে লালন করে ১৪টি বছর পাড়ি দেয়া নয়া দিগন্তের স্পন্দন আপনারা। আপনাদের পালসকে কাছ থেকে অনুভব করতেই আঞ্চলিক পর্যায়ে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে আমাদের এই আয়োজন। সততার মাধ্যমে কাজ করে যান। রাতের অন্ধকার শেষ হলে যেমন দিনের আলো ফিরে আসে, নয়া দিগন্তের ক্রান্তিকালের আধাঁর কেটে সুদিনের আলো শীঘ্রই ফিরে আসবে ইনশাল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে নয়া দিগন্তের প্রকাশক আলহাজ্ব শামসুল হুদা এফসিএ বলেন, নয়া দিগন্ত পত্রিকা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি দেশের মানুষের মনে স্থান করে নিয়েছে। “সত্যের সঙ্গে প্রতিদিন” এই মূলমন্ত্রকে লালন করে সততা, সুন্দর ও ন্যায়ের পথে পত্রিকা প্রকাশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
আপনার মন্তব্য লিখুন