দেশীয় অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আসলাম হোসেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ৯ মে ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
দেশীয় অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আসলাম হোসেন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার মধ্যে এপ্রিল মাসে দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন।
সোমবার (৮ মে) ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এপ্রিল মাসে সর্বমোট ১ হাজার ৪২টি দেশীয় অস্ত্র উদ্ধার করায় সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনকে জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস কামরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় সরাইল থানার বিভিন্ন ইউনিয়ন হইতে এ সকল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য সরাইল থানার সকল অফিসার ফোর্স সহ থানার সকল পুলিশ সদস্য, সরাইলবাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
আপনার মন্তব্য লিখুন