২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

দীর্ঘ ৫বছর পর সরাইল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন! অ্যাডভোকেট আব্দুর রহমান সভাপতি, আনোয়ার হোসেন(মাস্টার) সাধারণ সম্পাদক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

Sarail-Pic Abdur rahman-president-27.10-1Sarail-Pic Anwer-Secratary-27.10-1

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

দীর্ঘ ৫ বছর পর সরাইল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ অক্টোবর মঙ্গলবার অ্যাডভোকেট আব্দুর রহমানকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন (মাস্টার)কে সাধারণ সম্পাদক করে মোট ১৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ১২সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপি। দলীয় সূত্র জানায়, গত ২০১৪ খ্রিষ্টাব্দের প্রথম দিকে অ্যাডভোকেট আব্দুর রহমানকে সভাপতি ও মো: আনোয়ার হোসেন(মাস্টার)কে সাধারণ সম্পাদক করে মাত্র ২সদস্যের কমিটি ঘোষণা দেয় জেলা কমিটি। এর ২ বছর পর সিনিয়র সহ-সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, যুগ্ম সম্পাদক আজমল হোসেন ছোটন ও সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল করিম রিপনসহ ৫ সদস্যের কমিটি অনুমোদন পায়। ৫ সদস্যের কমিটি দিয়ে পার হয়ে যায় আরো ৩ বছর।  ২০১৭ সালের আগস্ট মাসে ৫সদস্যের কমিটি  দুইশতাধিক সদস্যের একটি বিশাল কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিতে জমা দেন। দলীয় গঠনতন্ত্রের বিধি অনুযায়ী উক্ত বিশাল কমিটি তখনও অনুমোদিত হয়নি । নানা চড়াই ওতড়ায় ও প্রতিবন্ধকতা পেরিয়ে উক্ত কমিটিতে লিখিত অনেক নেতা-কর্মীর নাম কাটসাট  করে অবশেষে ১৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ১২সদস্যের উপদেষ্টা কমিটি গত ২৩অক্টোবর অনুমোদন দিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) ও সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন