১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

দীর্ঘদিন ডেপুটেশনে থাকার জের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫ডাক্তার রংপুর বিভাগে বদলি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

1
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
দীর্ঘদিন ডেপুটেশনে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫ডাক্তারকে সাজা স্বরুপ সরাসরি রংপুর বিভাগে বদলি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। বছরের পর বছর ধরে সরাইল ৫০ শয্যা হাসপাতালের ঐ ডাক্তারগণ নিজেদের সুবিধামত কর্মস্থলে ডেপুটেশনে রয়েছেন। গত রোববার(৮জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়েছে। যার স্বারক নং-৪৫.১৪৪.০১৯.০০.০০.০১৩.২০১৬-২৮৮।  আগামী ১৫ জুলাই এর মধ্যে এ আদেশ অমান্য করলে ১৬ জুলাই ওইসব ডাক্তারদের তাৎক্ষণিক অবমুক্ত করার আদেশও দিয়েছেন কর্তৃপক্ষ। চট্্রগ্রাম বিভাগ থেকে রংপুর বিভাগে ন্যাস্তকৃত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারগণ হলেন-জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. জুনাইদুর রহমান (১১৩৫১৬), জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. জসিম উদ্দিন (১০৯৯৯৯), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী) ডা. মো. দেলোয়ার হোসেন (১১৪৩২), জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজী (চক্ষু) ডা. মো. জাহিদুল ইসলাম (১০৩২৩) ও মেডিকেল অফিসার ডা. সৈয়দা আমেনা খায়ের লোপা (১২৮১৫৩)। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারা ডা. কাজী মো. আইনুল ইসলাম ডেপুটেশনে থাকা ৫ ডাক্তারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে রংপুর বিভাগে ন্যাস্ত করার আদেশের কপি হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, ১৫ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর আদেশ অমান্য করলে ১৬ জুলাই কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন