দাঙ্গামুক্ত সরাইল গড়ার অঙ্গীকার নিয়ে সরাইলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(১৮আগস্ট) সকাল ১১টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: সাহাদাত হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় জেলার পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দ্বীন ইসলাম, সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে রওশন আলী প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মুফতি মোরশেদ আলম চৌধুরী ও গীতা পাঠ করেন পার্থ সারথী দাস। সমাবেশে বক্তাগণ সরাইলকে দাঙ্গামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলতে সকলে একযোগে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন