২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

দল আমার প্রাণ, জনগণ আমার শক্তি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার প্রশ্নই আসেনাঃ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ২৮ এপ্রিল ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার জনগণ আমার শক্তি। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিত্যক্ত কারাগারে বন্দী। আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারছেন না। দলীয় নেতা-কর্মীরা মামলা-হামলায় দিশেহারা। এ অবস্থায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার প্রশ্নই আসে না। গুজুবে কান না দিয়ে আমার উপর আস্থা রাখুন, দলের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ জনগণের আস্থার প্রতিফলন ঘটবেই। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত ৫বারের এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক ২৭বছরের সফল সভাপতি, জেলা আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, দলীয় আনুগত্যের পুরস্কার প্রাপ্ত একাধিক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এ কথা বলেন। একটি বিশেষ মহল শপথ নেওয়ার ব্যপারে নানা অপপ্রচার চালালেও কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহবান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন