২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

দলীয় সিদ্ধান্তেই শপথ নিয়েছেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

tmp-cam-5924072946602620899

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত ৫বারের এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক ২৭বছরের সফল সভাপতি, জেলা আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, দলীয় আনুগত্যের পুরস্কার প্রাপ্ত একাধিক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া অবশেষে দলীয় সিদ্বান্তেই শপথ নিয়েছেন । উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একান্ত সহচর, সরাইল উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি, সরাইল উপজেলা ছাত্রদলের ৩বারের সাবেক সফল সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ রকিব উদ্দিন সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে নিশ্চিত করে বলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব তারেক রহমানসহ দলের হাইকমান্ড এর সাথে আলোচনাক্রমে দলীয় সিদ্বান্তেই উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি শপথ নিয়েছেন। আজ সোমবার(২৯এপ্রিল) বিকালে সংসদ সচিবালয়ে তাকেঁ শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এছাড়া একই সাথে শপথ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম এবং বগুরা-৪ আসনের এমপি মোশাররফ হোসেন। এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত এমপি জাহিদুর রহমান জাহিদ শপথ গ্রহন করেন। এ নিয়ে বিএনপির পাচঁজন শপথ নিলেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি এ সময় শপথ নেন নি। এ ব্যাপারে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার জনগণ আমার শক্তি। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিত্যক্ত কারাগারে বন্দী। আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারছেন না। দলীয় নেতা-কর্মীরা মামলা-হামলায় দিশেহারা। এ অবস্থায় দলীয় হাইকমান্ডের সাথে আলোচনা করেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল ও দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতেই মহান জাতীয় সংসদে গিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে বিপুল ভোটে ৫ম বারের মত নির্বাচিত করে মহান জাতীয় সংসদে গিয়ে দল ও এলাকার জনগণের অধিকারের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দলের বৃহত্তর কল্যাণে ও জনগণের সুখে-দুঃখে জীবনের শেষ পর্যন্ত যেন পাশে থাকতে পারি সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন