তেলিকান্দি ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ , ১৩ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
তেলিকান্দি ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে ” তেলিকান্দি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ মার্চ) বিকালে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল হাসান তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব। এছাড়া দলীয় অন্যান্য নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী লোকজন এ সময় উপস্থিত ছিলেন। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাঈনুল হাসান তুষার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন