ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে যাত্রীবাহী বাসে আগুন,
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার(৩ জানুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নোৎপাতের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, বিশ্বরোড গোলচত্বর পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তিশা পরিবহনের একটি বাসের যাত্রীরা গাড়িতে আগুন টের পেয়ে সুর চিৎকার করার পর চালক গাড়ি থামান। এ সময় গাড়ীতে থাকা যাত্রীরা লাফিয়ে গাড়ী থেকে দ্রুত নেমে পড়েন। ঘটনাস্থলের নিকটে থাকা খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সরাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় গাড়িটির ব্যপক ক্ষতি হলেও আগুন লাগার সাথে সাথে যাত্রীরা গাড়ী থেকে নেমে যাওয়ায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ঘন্টাব্যাপি বন্ধ থাকার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। যাত্রীবাহী চলন্ত ঐ বাসে ঠিক কি কারনে আগুন লেগেছে তার সঠিক কারন জানা যায়নি তবে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন