২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে ৯ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , ৬ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

20200306_103051FB_IMG_1583468826289

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে মাত্র ৯ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে ১জন, একই জেলার বিজয়নগর উপজেলার কালিসিমা নামক স্থানে ৬জন ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নামক স্থানে ৮জনসহ মোট ১৫জন নিহত হয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঢাকা -সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মালিহাতা নামক স্থানে ট্রাক চাপায় মাসুম বেপারি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল যোগে সিলেট অভিমুখে যাওয়ার সময় পিছন থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মাসুম বেপারি নিহত হন। মানিকগঞ্জ জেলার আব্দুর রউফ বেপারির পুত্র নিহত মাসুম বেপারী আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন ও আশুগঞ্জ ওয়াবদা কলোনীতে বসবাস করতেন বলে জানা গেছে। এদিকে নারায়নগঞ্জ থেকে মাইক্রোবাসযোগে ১০জন যাত্রী সিলেট মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী সোহান, সাগর, রিফাত ও ইমন নামে ৪জন ও অজ্ঞাত ২জনসহ মোট ৬ন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মাইক্রোবাসের বাকী ৪জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে খাটিঁহাতা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে যান ও হতাহতদের উদ্ধার করেন। এছাড়া একই দিন শুক্রবার ভোর সাড়ে ৫টায় সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চ-১৯-৫১৬১) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কান্দিগাঁও নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি ধুমড়ে মুছড়ে যায়। এ সময় মাইক্রোবাসের ৮জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষনিক জানা যায় নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন