৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার এক দিন পর লাশ হয়ে বাড়িতে ফিরেছেন সরাইলের নুর আলম, অশ্রু সিক্ত নয়নে স্বজনদের চির বিদায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

FB_IMG_1608132377056 FB_IMG_1608132366761

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ঢাকার গাজীপুর চৌরাস্তার মোড়ে ট্রাক চাপায় নিহত সরাইল সৈয়দটুলা পশ্চিমপাড়া বন্দের বাড়ির নুর আলম খানের লাশ দুর্ঘটনার ১দিন পর আজ বুধবার(১৬ ডিসেম্বর) সন্ধায় নিজ বাড়িতে পোঁছেছে। লাশ বাড়িতে আসার পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। সোনার টুকরা ছেলের লাশ দেখে বৃদ্ধ মা বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। অবুঝ ৩ শিশু সন্তানকে জড়িয়ে স্ত্রীর অসহায় কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। এক নজর লাশ দেখতে শোকাহত এলাকাবাসী নিহত নুর আলমদের বাড়িতে ভীড় জমায়। শেষবারের মত লাশ দেখা শেষে অশ্রু সিক্ত নয়নে তাকে চির বিদায় জানান স্বজনরা। রাত ৮টায় সৈয়দটুলা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নিহতের বড় ভাইয়ের পুত্র হাফেজ আকরাম হোসেন । পরিবারের লোকজন, নিকটাত্বীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশপাশের লোকজন ও দূর দূরান্ত থেকে শুভাকাংখী স্বজনসহ বিপুল সংখ্যক লোকজন উক্ত জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা পশ্চিমপাড়া বন্দের বাড়ির মরহুম আব্দুল খান এর তৃতীয় পুত্র নুর আলম খান(৪০) ঢাকার গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার(১৫ডিসেম্বর) বিকাল ৪ টায় নিহত হন। কর্মস্থল থেকে অটোরিক্সা যোগে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। গাজীপুর গাজী ট্যাংক কোম্পানিতে তিনি দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন