২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ঢাকাস্থ দেওড়া প্রগতী সংঘের দুই প্রজন্মের মিলন মেলা-২০১৮ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ৬ জুলাই ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1530858423570FB_IMG_1530858439702FB_IMG_1530858433924

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ঢাকাস্থ দেওড়া প্রগতি সংঘের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দুই প্রজন্মের মিলনে অসাধারন মুহুর্থে আনন্দে মেতে ছিলেন ঢাকাস্থ দেওড়া প্রগতি পরিবার। প্রগতি সংঘের কর্মজীবিরা যার যার স্থান থেকে উপস্থিত হোন এই মিলন মেলায়। ঢাকার শাহবাগে পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত এই মিলন মেলায় ভালবাসার স্বপ্ন ভবনে পরস্পর  কৌশল বিনিময় করেন। ঢাকাস্থ দেওড়া প্রগতী সংঘের সভাপতি জামিলুল হক বকুল ও সাধারণ সম্পাদক আফছার উদ্দিন আহমেদের অক্লান্ত চেষ্টার ফলে বৃৃৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এই মিলন মেলায় ঢাকায় বসবাসকারী সরাইল উপজেলার দেওড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়ে মিলন মেলাকে সফল করেন এবং ভবিষ্যতে প্রতিবছর এই মেলন মেলা আয়োজন দৃঢ় প্রতিজ্ঞা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন