ডাঃ শিরিন আক্তার আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
শোক সংবাদ
সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান এর ছোট বোন ডাঃ শিরিন আক্তার করোনা রোগে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে শনিবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার ফজর নামাজ বাদ জানাযা শেষে রায়ের বাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্বামী ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এর সিনিয়র মেডিক্যাল অফিসার), বড় ছেলে ডাঃ বাসেত আহমেদ (বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক), ছোট ছেলে হাফেজ ডাঃ শাকিব আহমেদ( ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টারনি), মেয়ে ডাঃ ফাইমা আক্তার ও স্বামী ডাঃ আব্দুল মোমেন( কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক) সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষথেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য উনার স্বামী ডাঃ ফরিদ আহমেদ ও বড় ছেলে ডাঃ বাসেত আহমেদ করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আপনার মন্তব্য লিখুন