ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র সরাইলের গিয়াসের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ , ৯ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র সরাইলের গিয়াসের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে শোকের মাতম
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার জীবন মিয়ার পুত্র গিয়াস মিয়া(১১) চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। আজ বুধবার(৯ জুন) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাগাচং চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস মিয়া উপজেলা সদরের আলীনগর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হিসেবে ১৮ পাড়া কোরআন শরীফ হেফজ করেছেন। করোনাকালীন সময়ে মাদ্রাসা বন্ধ থাকায় ছাগল ব্যবসায়ী পিতা জীবন মিয়ার সাথে ছাগল নিয়ে বিভিন্ন বাজারে যাওয়া-আসা করে পিতার ব্যবসাসিক কাজে সহযোগিতা করতেন।
বুধবার দুপুরে জেলা সদরের পাগাচং চানঁপুর বাজারে পিতা জীবন মিয়ার সাথে ছাগল নিয়ে যান গিয়াস। বাজারের পার্শ্ব দিয়ে বহমান রেল লাইন দিয়ে হঠাৎ ট্রেন আসার শব্দে গিয়াসের হাতে থাকা একটি ছাগল দৌড় দিলে ছাগলটির পিছু পিছু গিয়াসও দৌড় দেয়। মূহূর্তের মধ্যেই রেললাইন দিয়ে চলমান ট্রেনের নীচে ছাগলটি পড়ে যায় এবং ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় গিয়াস মিয়া। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। গুরুতর আহত গিয়াস মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পর গিয়াস মারা যায়।
সন্ধার সময় নিহত গিয়াস মিয়ার লাশ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত গিয়াসের লাশ এক নজর দেখতে এলাকার লোকজন তাদের বাড়িতে ভীড় জমায়। নিহত গিয়াসের পিতা, মাতা ও স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
আপনার মন্তব্য লিখুন