ট্রাক্টর চাপায় নিহত সরাইলের স্কুল ছাত্রী মিতু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ট্রাক্টর চাপায় নিহত সরাইলের স্কুল ছাত্রী মিতু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর নামক স্থানে ট্রাক্টর চাপায় নিহত হয়েছে সরাইল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার। শুক্রবার (১৪ মার্চ) সন্ধায় অষ্টগ্রাম খালাম্মার বাড়ি থেকে অটোরিক্সাযোগে নিজ বাড়ি সবরাইলে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু সরাইল উপজেলার সদর ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে।
জানা যায়, গত ৩/৪ দিন আগে জেলা সদরের অষ্টগ্রামে খালার বাসায় বেড়াতে যায় মিতু। শুক্রবার বিকালে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে খালাত ভাইয়ের সাথে নিজ বাড়ি সরাইলে ফেরার পথে নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত মিতুকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষনা করে। স্কুল ছাত্রী মিতুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যপারে খাটিঁহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন