জয়িতা পুরস্কারে সংবর্ধিত হলেন তানিয়া আক্তার রুপসা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
জয়িতা পুরস্কারে সংবর্ধিত হলেন তানিয়া আক্তার রুপসা
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানিয়া আক্তার রুপসা জয়িতা পুরস্কারে সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস৷-২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাকে জয়িতা পুরস্কারে সংবর্ধিত করা হয়।
শিক্ষাক্ষেত্রে অবদান ও নারী অধিকার রক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত ও নন্দনপুর বেসিক শিল্পনগরীতে একটি বিশেষ প্রকল্পে কর্মরত রয়েছেন বলে সরাইল নিউজ ২৪. কমকে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২১ উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরীন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু হানিফ ও সরাইল উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে তানিয়া আক্রার রুপসাসহ অন্যান্য জয়িতাকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন