জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, বিপুল দর্শক সমাগম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, বিপুল দর্শক সমাগম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিপুল পরিমাণ দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জয়ধরকান্দি গ্রামবাসীর উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে জয়ধরকান্দি হাসপাতাল সংলগ্ন মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল), আমেরিকা প্রবাসী জুবাইদুল ইসলাম ছানা, ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কাউসার হোসেন।
খেলার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দকে জয়ধরকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিদ্বন্দী দলের মধ্যে মনোমুগ্ধকর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: কাজী মোস্তু মিয়া ও সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইমরান হোসেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন রহিম মেম্বার স্মৃতি ফাউন্ডেশন হাজীপাড়া একাদশ বনাম চাতলপাড় একাদশ। খেলায় বিজয়ী দলের মাঝে প্রথম পুরস্কার ১ টি মোটর সাইকেল ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ১ টি ফ্রিজ অতিথিবৃন্দের হাত ধরে প্রদান করা হয়।
হাজার হাজার দর্শকের উপচেপড়া ভীড়ে সুষ্টু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় এলাকার প্রবাসীবৃন্দ ও জয়ধরকান্দি গ্রামবাসী বিশেষ অবদান রাখেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন