জেলা বিএনপির সম্মেলনের পক্ষে সরাইল বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
জেলা বিএনপির সম্মেলনের পক্ষে সরাইল বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল ও সমাবেশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ১ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন সফল হওয়ার লক্ষ্যে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরাইলে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরাইল উপজেলা সদরে একত্রিত হয়ে একটি বিশাল মিছিল বের করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে এবং সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা বিএনপির কমিটির সমর্থনে উক্ত মিছিল বের হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলকারীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ পালন করে।
সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি আজমল হোসেন ছোটন, এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক আহসানুল করিম রিপন ঠাকুর, আতিকুর রহমান শোয়েব ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার প্রমুখ।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকগণ উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন