জেলা পর্যায়ে প্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজ রোববার(৩১জানুয়ারী) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অর্জন কওে বিদ্যালয়টি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত¡াবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় ছিল “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা”। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উপলক্ষে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মেলায় জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে জেলার ৯টি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে কলেজ ও স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারী স্কুল পর্যায়ের ৯টি ও কলেজ পর্যায়ের ৯টিসহ মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ের উক্ত মেলায় প্রকল্প উপস্থাপনে অংশগ্রহন করে। স্কুল পর্যায়ে সরাইল উপজেলায় প্রথম স্থান অর্জনকারী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফের জেলা পর্যায়ে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অর্জন করেছে। এর ফলে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলায় নির্বাচিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরাইল পাইলট বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থীরা অংশগ্রহনের সুযোগ লাভ করেছে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর দিক নির্দেশনায় ও বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, ফখরুদ্দিন হৃদয় ও আরিফা বেগম এর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান ভিাগের শিক্ষার্থী মেধা ঠাকুর, নুজহাতুন মাহমুদা সাথী ও ইসরাত জাহান ইপ্তি উক্ত বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপন কওে এই কৃতিত্ব অর্জন করেছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন