জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাত্র হাফেজ আলিফ হুসাইন প্রথম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে সফর আলী ভবনে হাফেজ ক্বারী জসিম উদ্দিন প্রতিষ্ঠিত মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাত্র হাফেজ আলিফ হুসাইন প্রথম স্থান অর্জন করেছেন। ঢাকার ডেমরা এলাকার সারুলিয়া বামৈল ডগার পূর্বপাড়ায় স্থানীয় নান্নু মুন্সী জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার(১আগস্ট) দিনব্যপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের বিভিন্ন মাদ্রাসার সাড়ে আটশত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার অর্জন করেন মারকাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আলিফ হুসাইন। পুরস্কার হিসেবে বিজয়ী ছাত্র ও তাঁর উস্তাদকে পবিত্র বায়তুল্লাহ শরীফ জিয়ারত করানো হবে। এ ব্যপারে মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ জসিম উদ্দিন বিজয়ী ছাত্রসহ অন্যান্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ মাদ্রাসার সাফল্য অব্যাহত রাখতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে 01731093989 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন