৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সরাইল মার্কাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র প্রথম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

324

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায়  ্অবস্থিত ও হাফেজ ক্বারী জসিম উদ্দিন প্রতিষ্ঠিত মার্কাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মো: সাখাওয়াতুল্লাহ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করেছেন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঢাকার গুলশানে একটি অভিজাত হোটেলে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত ১৩জনের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়াও নির্বাচিত ১৩জনের মধ্যে একই মাদ্রাসার ছাত্র মো: নিয়ামত উল্লাহ চতুর্থ, মো: এনায়েত উল্লাহ পঞ্চম এবং মো: আব্দুল্লাহ দশম স্থান অর্জন করেছেন। সারেদেশর প্রত্যেক জেলা থেকে বাছাইকৃত মোট ১২০জনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত ১৩জনের মধ্যে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মো: সাখাওয়াতুল্লাহকে পুরস্কার হিসেবে  ক্রেস্টসহ নগদ ৩০হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ব্যপারে সরাইল মার্কাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মো: জসিম উদ্দিন সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পূর্বে সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে আমাদের মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অর্জনসহ চতুর্থ , পঞ্চম ও দশম স্থান অর্জন করায় মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। সেই সাথে  চূড়ান্তভাবে  নির্বাচিত ছাত্রসহ মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন