জাতীয়পার্টির ইফতার মাহফিলে হামলা, পার্টিঅফিস ও সংসদ সদস্যের গাড়ী ভাংচুরের প্রতিবাদে সরাইলে সংবাদ সম্মেলনে এড. জিয়াউল হক মৃধা এমপি: ‘ছাড়পত্র দিয়ে দেন, আমরা দেশ থেকে চলে যায়’।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ১ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পাটির ইফতার মাহফিলে হামলা চালিয়ে পার্টিঅফিস, সংসদ সদস্যের গাড়ী ভাংচুরসহ নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরাইলে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। শুক্রবার(১জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সরাইল বিশ্বরোড এলাকার হোটেল লাল শালুকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, বৃহস্পতিবার(৩১মে) সন্ধ্যায় জেলার পৌর কমিউনিটি সেন্টারে প্রশাসনকে অবগতি করে ও সকল নিয়ম-কানুন মেনে শান্তিপূর্ণ পরিবেশে জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের সময় হওয়ার সাথে সাথে একদল দুষ্কৃতিকারী অস্ত্র-সস্ত্র নিয়ে ইফতার মাহফিলে ও জেলা জাতীয় পার্টি অফিসে হামলা করে। হামলাকারীরা পার্টি অফিস ও আমার সরকারি গাড়ীসহ ৫টি গাড়ী ভাংচুর করে নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইফতার মাহফিলে দোয়া পরিচালনাকারী ইমামসহ ৫জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। হামলা চলাকালে ঘটনাস্থলে উপস্থিত কমপক্ষে ৫০জন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি আরও বলেন, এ ঘটনার পর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মনির বাদী হয়ে হামলাকারী অহায়েদুল হক অহাবসহ ৫জনের নামে ও অজ্ঞাত নামা ৫০-৬০জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলাটি রেকর্ড(নথিভুক্ত) করেনি পুলিশ। এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি এ ঘটনায় জেলা আওয়ামীলীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হাত থাকার ইঙ্গিত করে ক্ষোভের সাথে বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে তিনি অনৈতিকভাবে হস্তক্ষেপ করেন। আওয়ামীলীগ ও জাতীয়পার্টি শান্তিপূর্ণভাবে সমঝোতা করে চললেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ শুধুমাত্র নমিনেশনের প্রতিহিংসায় জাতীয়পার্টির নেতা-কর্মীদের সাথে বৈরী আচরন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, সাড়ে ৯বছর যাবৎ আওয়ামীলীগের সাথে আমরা জোটগতভাবে দেশ পরিচালনা করছি। জাতীয় পর্যায়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি দেশ নিয়ে চিন্তাভাবনা করলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ দেশ নিয়ে চিন্তা করে না। এ ঘটনায় পুলিশের বিতর্কিত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২/৩মাস পূর্বে পুলিশের উপস্থিতিতে আরও একবার জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করেছিল দুষ্কৃতিকারীরা। জেলা জাতীয় পার্টি শক্তিশালী। তাই ঈর্ষান্বিত হয়ে জেলার একটি শক্তিশালী মহল একের পর এক জাতীয়পার্টির বিরোদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিতর্কিত পুলিশের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ১৫মিনিটের মধ্যে দ্রুত বিচার আইনে মামলাটি রেকর্ড ও ৭২ঘন্টার মধ্যে এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি দাবি জানান। এ ঘটনায় শান্তিপূর্ণভাবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে ৭২ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির অপসারণ ও হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কপথ ও নৌপথ অবরোধ করার কর্মসূচী ঘোষনা করেন। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, পার্টি অফিস, গাড়ী ভাংচুর ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় দায়েরকৃত এজাহার রেকর্ড ও আসামীদের ধরতে পুলিশ যেথানে বিতর্কিত ভূমিকা পালন করছে সেখানে সরাইল বিশ্বরোড হোটেল লাল শালুকে শান্তিপূর্ণ পরিবেশে সংবাদ সম্মেলন করায় এখানে জেলার সকল থানার অফিসারগণ র্ফোস নিয়ে অবস্থান করছেন। উল্টো আমাকেই গ্রেফতার করবে কিনা বুঝতেছি না। এ সময় তিনি পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজিকে লক্ষ্য করে বলেন, শান্তিপূর্ণভাবে এ দেশে যদি বসবাস করতে দেওয়া না হয় তবে ছাড়পত্র দিয়ে দেন, আমরা দেশ থেকে চলে যায়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল করিম ভূইঁয়া, সরাইল উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মো: হুমায়ূন কবির, আশুগঞ্জ জাতীয় পার্টির সদস্য সচিব মেরাজুল হক সিকদার, জাতীয়পার্টি নেতা ও কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী, সরাইল উপজেলা জাতীয়পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এমদাদুল হক সালেক, জাতীয়পার্টি নেতা জিয়াউল হক লাভলু, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী নাজমা বেগমসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মী, প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়াকর্মী ও জেলার বিভিন্ন থানার ওসি ও বিপুল সংখ্যক পুলিশ উক্ত সংবাদ সম্মেলনে ও এর আশ-পাশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন