১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

গ্যাস সংকটের কারণে ১৪মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ২ জুলাই ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

01

ডেস্ক রিপোর্ট:

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। রোববার দিবাগত রাত থেকে কারখানিিটতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যহত হয়েছে। দেশের বিদ্যুৎ কেন্দ্র গুলো সচল রাখতে গত বছরের ১৩ এপ্রিলে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। আশুগঞ্জ সার কারখানাটি পুরো মাত্রায় চালু রাখতে ৪৮থেকে ৫২ এম এম সিএফ গ্যাস প্রয়োজন হয়। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়াতে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। গ্যাসের দাবীতে কারখানার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করে। চলতি বছরের ৮ জুন মৌখিকভাবে আবারো কারখানার গ্যাস সরবরাহ করার ঘোষনা দেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। পরে বেশ কয়েকদিনের চেষ্টার পর রোববার রাতে কারখানার উৎপাদন শুরু হয়। বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস জানান, র্দীঘ ১৪ মাস গ্যাস সরবরাহের জন্য উৎপাদন বন্ধের পর রোববার রাত থেকে কারখানার উৎপাদন শুরু হয়েছে। তিনি আরো জানান, কারখানা দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানায় সারের মজুদ শুন্যের কোঠায় থাকলেও বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৭জেলায় সার সরবরাহ স্বাভাবিক আছে। বতর্মানে কারখানায় বিদেশ থেকে আমদানি করা ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন