গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় দলীয় দায়িত্ব পেলেন বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ , ৫ মে ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোট মনোনীত “ধানের শীষ” প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়কারী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে সদস্য সচিব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদকে(গাজীপুর অফিস সমন্বয়ক) সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল(টঙ্গী অফিস সমন্বয়ক)কে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ৪৭নং ওয়ার্ড(সাবেক টঙ্গী পৌরসভায়) নির্বাচন পরিচালনায় দলীয় দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম। এছাড়াও দলীয় দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন(দলনেতা), বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এড. জয়নাল আবেদীন মেজবা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. শামসুজ্জামান মেহেদী, এডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ ও স্বেচ্ছাসেবক দল নেতা আক্তারুজ্জামান বাচ্চু।
আপনার মন্তব্য লিখুন