খেলাধূলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: আনোয়ার হোসেন মাস্টার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
খেলাধূলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: আনোয়ার হোসেন মাস্টার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সরাইলে খেলাধূলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন জনবান্ধব ইউএনও জনাব মোশারফ হোসাইন স্যার। খেলাধূলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে অরুয়াইল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলা সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় প্রধান অথিতি সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলায় উপস্থিত ছিলেন।












আপনার মন্তব্য লিখুন