খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
হাইওয়ে কুমিল্লা রিজিওনের খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাজা উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় খাটিহাতা হাইওয়ে থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড ওয়ালটন শো-রুমের সামনে থেকে তরিকুল ইসলাম বাদশা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তারিকুল চাপাইনবাবগঞ্জ জেলার নাচর থানার উত্তরমল্লিকপুর বাজার এলাকার মোঃ তাজিল ইসলাম এর পুত্র।
এ ব্যপারে খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন