৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

EN

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগান সামনে রেখে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(২২ অক্টোবর) সকাল ১১টায় খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা- সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে বিশ্বরোড মোড় এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় ডাচ বাংলা ব্যাংক প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ।
বক্তব্য দেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম, এফকন্সের ম্যানেজার চতেন্দ্র সিং, বাস মালিক সমিতির নেতা জুয়েল, সরাইল উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিন, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন প্রমুখ।
হাইওয়ে থানার সদস্যবৃন্দ,পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ওসি সুখেন্দু বসু বক্তব্য বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালকদের সচেতন হতে হবে। মহাসড়কে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সরকারী সহায়তায় হাইওয়ে পুলিশ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করছে। মহাসড়কে নিষিদ্ধ গাড়ি চলাচল বা মাতাল অবস্থায় গাড়ি চালালে যন্ত্রপাতি দ্বারা তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনা রোধে গাড়ি চালকের পাশাপাশি যাত্রী ও জনসাধারণের সচেতন থাকার আহবান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন