৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আহসান উদ্দিন খান শিপনের পিতার ইন্তেকাল, জানাযা ও দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

।এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াঁগাও খানবাড়ির কৃতি সন্তান বাংলাদেশ  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আহসান উদ্দিন খান শিপনের পিতা মো: বোরহান উদ্দিন খান(৭৬) আজ মঙলবার(২৯আগস্ট) সকাল ৯টায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি……. রাজিউন)। বাদ এশা নোয়াগাঁও খানবাড়িতে অনুষ্ঠিত মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শেখ মো: রকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খোকন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা মাসুক চেয়ারম্যান প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী জানাযায় অংশ গ্রহন করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে  মো: আহসান উদ্দিন খান শিপন বক্তব্যে তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেন এবং কষ্ট করে জানাযায় অংশ গ্রহন করায় জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। শেখ বাড়ি জামে মসজিদের ইমাম মো: আবু হানিফ জানাযায় ইমামতি করেন। মৃত্যকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন