কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
নিউজ ডেস্ক রিপোর্ট
: কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার(১২অক্টোবর) বিকালে উপজেলার কুটি কালিয়ারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা গজারিয়া পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তখন এলাকার লোকজন উদ্ধার কাজ শুরু করে। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা ও স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন