কুমিল্লা বোর্ডে ব্যবসায় শিক্ষা শাখায় ১৮তম স্থান অর্জন করেছে সরাইলের আতিকুন্নাহার শাওন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ানপাড়া গ্রামের কৃতি সন্তান, উচালিয়াপাড়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ উদ্দিন ঠাকুরের দ্বিতীয় মেয়ে, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আতিকুন্নাহার শাওন ২০১৮ সালে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর ব্যবসায় শিক্ষা শাখা থেকে কুমিল্লা বোর্ডে ১৮তম স্থান অর্জনকারী হিসেবে সাধারণ বৃত্তি লাভ করেছে। বর্তমানে একই বোর্ডের অধীনে সে সরাইল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম বর্ষের ছাত্রী হিসেবে অধ্যয়নরত আছে। ইতিপূর্বে সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে ভবিষ্যতে চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চান। সে সকলের দোয়া প্রার্থী।
আপনার মন্তব্য লিখুন