কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. নুরুজ্জামান লস্কর তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. নুরুজ্জামান লস্কর তপু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এমপি পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
রোববার (২৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, শিক্ষক প্রতিনিধি হিসেবে মোছাঃ ছায়েদা পারভীন এবং অভিভাবক প্রতিনিধি হয়েছেন মোঃ হারু মিয়া।
প্রজ্ঞাপনে এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন