কালিকচ্ছ গলানিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
কালিকচ্ছ গলানিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন
সরাইল নিউজ ২৪.কম ডেস্ক:
সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোছাম্নৎ রোকেয়া আক্তার এর পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গলানিয়া গ্রামে নৌকা প্রতীকের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব উক্ত অফিস উদ্বোধন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আবু আহমেদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু ও কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন। আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, মাহবুবুর রহমান, মজিবুর রহমান, লেখক ইসমোনাক, জালাkল ডাক্তার ও মানিক মিয়াসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যপারে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু সকলকে শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রোকেয়া বেগম সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন