৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

করোনা পরিস্থিতিতে সরকারি বিশেষ কোনো ত্রাণ বরাদ্ধ পাননি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ৭ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত সরকারি বিশেষ কোনো ত্রাণ বরাদ্ধ পায়নি। সরকারি ত্রাণ বরাদ্ধ না পেলেও করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের সার্বিক খোঁজ-খবর রাখছি। পাশাপাশি বিচ্ছিন্নভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন করতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরাইল ও আশুগঞ্জে করোনা ভাইরাসের তেমন কোনো প্রাদুর্ভাব না থাকায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। করোনার সংক্রমণরোধে কাজ করায় স্থানীয় প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ব্যক্তি, সংগঠন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর করোনা পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার(৭মে) দুপুরে নিজ নির্বাচনী এলাকায় সরাইল উপজেলা চত্বরে দলীয় নেতা-কর্মীদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এ সময় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র ও এমপির ব্যক্তিগত সহকারি(পিএস) মাইনুল হাসান তুষার বলেন, উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় এমপি মহোদয় অথচ সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো প্রকার সমন্বয় করা হচ্ছে না। করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত সরকারি বিশেষ কোনো ত্রাণও বরাদ্ধ পাননি এমপি মহোদয়। তবে সম্প্রতি সরাইল ও আশুগঞ্জ উপজেলার জন্য কয়েকশ রেশন কার্ড এমপি মহোদয়ের নামে বরাদ্ধ এসেছে। এ পর্যন্ত সরকারি ত্রাণ বরাদ্ধ না পেলেও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রকিব উদ্দিন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নাসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার কার্যালয়ে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি কিছুক্ষণ বসেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স এর সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে সরকারিভাবে বরাদ্ধ গাড়ি জেলার অন্যান্য উপজেলায় পেলেও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও গাড়িটি আসেনি। দ্রুত গাড়িটি পেতে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি বলেন দ্রুততম সময়ের মধ্যে সরকারিভাবে বরাদ্ধ গাড়িটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে যেন দেওয়া হয় সেই জন্য যা যা করনীয় তার সবই করা হবে সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের সার্বিক উন্নয়নেও সর্বাত্বক চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন