করোনামুক্ত সরাইল উপজেলা, আইসোলেশনে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সরাইলের শামীমা আক্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ , ৯ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাসে আক্রান্ত একমাত্র মহিলা শামীমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শনিবার(৯মে) বিকালে তিনি হাসপাতালের আইসোলেশন থেকে ছাড় পেয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। এ ব্যপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, আইসোলেশনে থাকা সরাইলের শামীমা আক্তারের পর পর দুটি পরীক্ষার রিপোর্টই করোনা নেগেটিভ এসেছে। করোনামুক্ত থাকায় আজ বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও বলেন সরাইলে করোনায় আক্রান্ত অন্য কোনো রোগী না থাকায় এবং একমাত্র আক্রান্ত রোগী আইসোলেশন থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ায় আপাতত বলা যায় করোনামুক্ত সরাইল উপজেলা। তবে সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সতর্কতা অবলম্বন করে চলতে আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন