এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হবে রোববার(৩১মে), ফল প্রত্যাশীদের শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত নিষেধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ , ৩০ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হবে রোববার(৩১মে) দুপুর ১২টায়। ফল প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে যারা প্রি-রেজিষ্ট্রেশন করেছেন যথাসময়ে ফলাফল তাদের মোবাইল নম্বরে চলে যাবে। এছাড়া মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে ( SSC COM Roll 2020) লিখে 16222 নম্বরে SMS পাঠিয়ে ফল জানা যাবে। তবে করোনা পরিস্থিতির কারনে শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রেরণ করা হবে না বলে জানা গেছে। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই ফল প্রত্যাশী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ফলাফলের জন্য জমায়েত হতে নিষেধ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অফিস বন্ধ রাখতেও নির্দেশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে (www.comillaboard.gov.bd) ও সমন্বিত বোর্ডের শিক্ষার্থীরা এই ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। এদিকে সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল জানতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে জমায়েত না হয়ে বিধি অনুযায়ী মোবাইলের মাধ্যমে নিজ নিজ বাসায় থেকে ফলাফল সংগ্রহ করার বিষয়টি নিশ্চিৎ করতে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশ প্রদান করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন