এমবিবিএস ডিগ্রী সম্পন্ন করেছেন সরাইলের জিসান: সকলের নিকট দোয়া প্রত্যাশী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ , ৩ জুন ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান জিসান আল হাসনাঈন এমবিবিএস ডিগ্রি সাফল্যের সহিত সম্পন্ন করেছেন। চলতি বছর ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রী সম্পন্ন করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। সরাইলের কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া ও উপজেলার কুট্টাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আবু আহম্মদের নাতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের স্বনামধন্য আইনজীবি এডভোকেট তানভীর হোসেন কাউসারের ভগ্নিপুত্র, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন এবং একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সৈয়দা ফারজানা খানম দম্পতির পুত্র জিসান আল হাসনাঈন ভবিষ্যতে চিকিৎসায় উচ্চতর ডিগ্রী অর্জন করে অনেক বড় ডাক্তার হয়ে জনসেবাই আত্বনিয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তিনি সকলের দোয়া কামনা করেছেন। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ডাক্তার জিসান আল হাসনাঈন পঞ্চম শ্রেণিতে স্কলারশিপ পেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক মেধাসনদপ্রাপ্ত, অষ্টম শ্রেণির স্কলারশিপে উপজেলায় প্রথম, এসএসসি পরীক্ষায় এ প্লাস, এইচ এসসিতে এ প্লাস পেয়ে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চলতি বছর এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহন করে সাফল্যের সহিত পাশ করেছেন। তার ভাই জোহেব আল হাসনাঈনও পঞ্চম, অষ্টম ও এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়ে বর্তমানে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজে এমবিবিস ফাইনাল পরীক্ষার্থী এবং একমাত্র বোন জারিন জার্নাজ স্নিগ্ধা পিএসসি, জেএসসি ও এসএসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং সরাইল উপজেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা বোর্ড বৃত্তি পেয়ে বর্তমানে ঢাকায় বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ কলেজে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট ২য় বর্ষে অধ্যয়নরত। ডাক্তার জিসান আল হাসনাঈনের গর্বিত পিতা আনোয়ার হোসেন মাস্টার ও গর্বিত মাতা সৈয়দা ফারজানা খানম তাদের সন্তানদের সার্বিক সাফল্যে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্বীয়-স্বজনসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন। উল্লেখ্য ডাক্তার জিসান আল হাসনাঈন ছাড়াও তাদের পরিবারের মধ্যে ৮/১০জন ডাক্তার ও ইঞ্জিনিয়ার রয়েছেন বলে তাঁর পারিবারিক সূত্র জানান।
আপনার মন্তব্য লিখুন