১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হলেন ৪১জন, ব্রাহ্মণবাড়িয়া আসনে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

ডেস্ক রিপোর্টঃ

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন-
১. আঞ্জুম সুলতানা (কুমিল্লা)৷ ২. সুলতান নাদিরা (বরগুনা), ৩. মিসেস হোসনে আরা (জামালপুর), ৪. রুমানা আলী (গাজীপুর), ৫. উম্মে ফাতেমা নাজমা বেগম (ব্রাহ্মণবাড়িয়া), ৬. হাবিবা রহমান খান শেফালী (নেত্রকোনা), ৭. শেখ এ্যানি রহমান (পিরোজপুর), ৮. অপারাজিতা হক (টাঙ্গাইল), ৯. শামীমা আক্তার খানম (সুনামগঞ্জ), ১০.শাসুনাহার ভূইঁয়া (গাজীপুর), ১১. ফজিলাতুন নেসা (মুন্সিগঞ্জ), ১২.রাবেয়া আলীম (নীলফামারী), ১৩. তামান্না নুসরাত বুবলি ( নরসিংদী),১৪. নার্গিস রহমান( গোপালগঞ্জ), ১৫. মনিরা সুলতানা (ময়মনসিংহ, ১৬.নাহিদ ইজহার খান (ঢাকা), ১৭. মোছা খালেদা খানম (ঝিনাইদহ), ১৮. সৈয়দা রুবিনা মিরা (বরিশাল), ১৯. ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম), ২০.কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী), ২১. অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার (খুলনা), ২২. সুবর্ণা মুস্তাফা (ঢাকা), ২৩. জাকিয়া তাবাস্মুম (দিনাজপুর), ২৪. ফরিদা খানম (সাকী) নোয়াখালী, ২৫. বাসন্তী চাকমা (খাগড়াছড়ি), ২৬. কানিজ ফাতেমা আহমেদ (কক্সবাজার), ২৭. রুশেমা বেগম (ফরিদপুর), ২৮. সৈয়দা রাশিদা বেগম (কুষ্টিয়া), ২৯. সৈয়দা জোহরা আলাউদ্দিন (মৌলভিবাজার), ৩০. আদিবা আনজুম মিতা (রাজশাহী), ৩১. আরমা দত্ত (কুমিল্লা), ৩২. শিরিনা নাহার (খুলনা), ৩৩. ফেরদৌসী ইসলাম জেসী (চাঁপাইনবাবগঞ্জ), ৩৪. পারভীন হক সিকদার (শরীয়তপুর), ৩৫. খাদেজা নুসরাত (রাজবাড়ী), ৩৬. শবনম জাহান শিলা (ঢাকা), ৩৭. খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম), ৩৮. জাকিয়া পারভীন খানম (নেত্রকোনা), ৩৯. মোসা. তাহমিনা বেগম(মাদারীপুর), ৪০. শিরীন আহমেদ (ঢাকা), ৪১. জিন্নাতুল বাকিয়া (ঢাকা)। তথ্য সূত্রঃ সময় নিউজ ডট টিভি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন