উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির সহধর্মিনীর ইন্তেকাল, বাদ আছর জেলা শহরের টেংকের পাড় জানাযা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের ৫বারের নির্বাচিত এম৷পি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার সহধর্মিনী নুরুন্নাহার বেগম(৭৫) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি..রাজিউন)। আজ বুধবার(২২জানুয়ারী) ভোর ৪টা ১০মিনিটে ইন্তেকাল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপর সহ-সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি ও উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির বিশ্বস্থ সহচর শেখ রকিব উদ্দিন আহমেদ সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষনিক মুঠোফোনে এ তথ্য নিশ্চিৎ করে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। ঢাকাস্থ বসুন্ধরার বাসভবন থেকে এপোলো হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। বার্ধ্যক্যজনিত কারনে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্বামী, একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার ও ২মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার(২২জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকের পাড় মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির সহধর্মিনীর মৃত্যুতে দলীয়-নেতাকর্মীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির পুত্র মাইনুল হাসান তুষার তারঁ প্রিয় মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন