ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সরাইলে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সরাইলে মানববন্ধন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
২০১৭-২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক ইসলামি ব্যাংক পিএলসিতে অবৈধ সকল নিয়োগ বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক পিএলসি সরাইল শাখার গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে সকল অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের রিকসা স্ট্যান্ডে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারী মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনাম খা, উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মোঃ বরকত উল্লাহ মিন্টু ও জামায়াত নেতা মোঃ শাহার আলী প্রমুখ।
এস আলমের মাধ্যমে ইসলামি ব্যাংক পিএলসিতে নিয়মবহির্ভূত নিয়োগকারীদের চাকুরী থেকে চাটাই, বিদেশে পাচারকৃত টাকা ফেরতসহ প্রকৃত মেধাবীদের পরীক্ষার মাধ্যমে যথানিয়মে নিয়োগ প্রদানের দাবি জানান বক্তাগণ।











আপনার মন্তব্য লিখুন