১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ইসলামী ঐক্যজোট সৌদিআরব শাখার আহবায়ক কমিটি গঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

 

received_290408624884103received_306719716768132

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ঐক্যজোট সৌদিআরব শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে এক অভিজাত হোটেলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খেলাফতে ইসলামী বাংলাদেশ এর আমীর ও
ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব
মাওলানা আলতাফ হোসাইন, ইসলামী ছাএ খেলাফত বাংলাদেশ এর সভাপতি মাওলানা খুরশেদ আলম । প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ যে দেশে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, যে দেশে মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তি, কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে আগমন করেছেন বিশ্বনবী মোহাম্মদ (সা:) সে দেশে আপনারা প্রবাস জীবন পরিচালনা করে যাচ্ছেন। আপনারা যদিও নিজদের মাতা-পিতা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ আপনজন ছেড়ে বহুদূর অবস্থান করছেন জীবিকার তাগিদে। অর্থ উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য যে, আপনাদের কষ্টার্জিত অর্থে যেন হারামের মিশ্রণ না ঘটে। বিদেশের মাটিতে এমনভাবে বসবাস করবেন যেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। মাওলানা আবুল হাসানাত আমিনী আরো বলেন, আমরা যেখানেই বসবাস করি না কেন মুসলমান হিসেবে সকল স্থরেই ইসলাম প্রতিষ্ঠার চিন্তা ফিকিরে আমাদের লেগে থাকতে হবে। নিজেদেরকে ইসলামের খাদেম হিসেবে সদা-সর্বদা ভাবতে হবে। আর ইসলামী ঐক্যজোট ইসলাম প্রতিষ্ঠার জন্য খাদেম তৈরি করার কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনারা ইসলামী ঐক্যজোটের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন আরো যারা প্রবাসী রয়েছে তাদেরকেও ইসলামী ঐক্যজোটের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবেন এই প্রত্যাশাই করি। সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ হোসাইন আহমদ সুমনকে আহবায়ক ও মাওলানা লুৎফুর রহমান, হাফেজ সাজিদুর রহমান, মাওলানা ইলিয়াছ, মুফতী ইমরান, হাফেজ মোঃ ফজলুল হক, হাফেজ আতিকুর রহমান মৃধাকে সদস্য করে সৌদি আরব শাখা ইসলামী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন