আশুগঞ্জ প্রেসক্লাবে চা চক্রে এমপি পুত্র মাইনুল হাসান তুষার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ , ২৫ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত ৫বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার বলেন, আমার পিতা আজীবন এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। এখনও তিনি আপামর জনসাধারণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন, তাদের জন্য কাজ করেন। তাই, এলাকার মানুষও তাঁকে ভালবাসেন-যার প্রমান বারবার নির্বাচিত করার মাধ্যমে দিয়েছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে আমিও এলাকার মানুষের পাশে থাকতে চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই। শনিবার বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চা-চক্রে মিলিত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আমরা দলমত নির্বিশেষে সবার ভাল কাজের সাথে রয়েছি। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণের লক্ষ্যে যে কোন ভাল কাজে উৎসাহ যোগানো ও সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত চা-চক্রে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, কার্যকরি পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, সদস্য মোঃ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মফিজুর রহমান সিকদার মারুফ ও সদস্য লোকমান হোসেন, সরাইল উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদিন, আশুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মীর সুমন ও সরাইল উপজেলা ছাত্রদল নেতা আল আমিন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন