আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর পিতা বিশিষ্ট ঠিকাদার সিরাজুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন, সরাইল প্রেসক্লাবের শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ১ জুলাই ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর পিতা ও উপজেলার বিশিষ্ট ঠিকাদার মো. সিরাজুল ইসলাম এর জানাজা রোববার দুপুর ২টায় চর চারতলা ইসলামীয়া আলীম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন চর চারতলা ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মোল্লা। পরে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উইএদিকে সিরাজুল ইসলামের ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, সরাইল প্রেসক্লাব, বিজয়নগর প্রেসক্লাব, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাব, আশুগঞ্জ সাংবাদিক সমিতি, সমম্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন