আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো: নাছির আহমেদের ইন্তেকাল, জানাজায় জনতার ঢ্ল, দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার অাশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো. নাছির আহমেদ শুক্রবার(২৫আগস্ট) সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ শহরের শরিয়তনগরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া………..রাজিউন)। বিএনপি নেতার এই আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিসহ আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অন্যান্য উপজেলা বিএনপি নেতা-কর্মীদের মাঝে শোক নেমে আসে। একনজর তাঁকে দেখতে নেতা-কর্মীরা তাঁর বাসভবনে ভীর জমান। বাদ আছর শহরের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও আশুগঞ্জসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা জানাযার নামাজে অংশ গ্রহন করেন। এ সময় জানাযায় জনতার ঢ্ল নামে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার মন্তব্য লিখুন