আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী আর নেই, শনিবার(১৭এপ্রিল) সকাল ১০টায় বেড়তলা মাদ্রাসা মাঠে জানাযা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিন সরাইল নিউজ ২৪.কমঃ
বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশ্ব নন্দিত মোফাচ্ছেরে কোরআন, জামেয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিছ আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী আর নেই। আজ শুক্রবার(১৭এপ্রিল) বিকাল সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মার্কাজ পাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি….রাজিউন)। দীর্ঘ দিন ধরে তিনি রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। শনিবার( ১৮এপ্রিল) সকাল ১০টায় নিজের প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে তাঁকে কবর দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলেয়া নামক এলাকায় জন্মগ্রহণকারী ও হাজার হাজার আলেমের ওস্থাদ আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী সাহেব মৃত্যুকালে স্ত্রী, ৪মেয়ে ও ৩ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আল্লামা যুবায়ের আহমেদ আনসারীর মৃত্যুতে একজন খ্যাতিমান ও যুগ শ্রেষ্ট বক্তা হারিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহ যেন হযরতকে জান্নাতের উচুঁ মাকাম দান করেন সেই জন্য সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন