আল্লামা যুবায়ের আনসারীর জানাযায় মানুষের ঢল, এসএসপি(সরাইল সার্কেল), সরাইল থানার ওসি ও পুলিশ পরিদর্শক(তদন্ত ওসি) প্রত্যাহার, নতুন ওসির যোগদান, ৩ সদস্যের কমিটি গঠন, ৮গ্রাম লকডাউন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলার দায়িত্ব প্রাপ্ত এএসপি(সরাইল সার্কেল) মাসুদ রানা, সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো ও সরাইল থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মোঃ নূরুল হককে প্রত্যাহার করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আল্লামা যুবায়ের আহমেদ আনসারীর জানাযায় সরাইল উপজেলার বেড়তলা নামক এলাকায় হাজার হাজার মানুষের ঢল ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশ সদর দপ্তর তাদের প্রত্যাহারের এ আদেশ দিয়েছেন বলে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে। সেই সাথে ঘটনা খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তর থেকে এ ব্যপারে ৩ সদন্তের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যে সরাইল থানায় আল মামুন নাজমুল আহাম্মদ নামে নতুন ওসি যোগদান করেছেন বলে সরাইল থানা সূত্র জানিয়েছেন।। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানাজাস্থলের আশপাশের সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮গ্রামে নতুনভাবে লক ডাউন ঘোষনা করা হয়েছে। প্রশাসনের কড়া নজরধারীতে রয়েছেন উক্ত এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য শুক্রবার(১৭এপ্রিল) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাজ পাড়ার নিজ বাসভবনে বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির, বিশ্ব নন্দিত মোফাচ্ছেরে কোরআন, জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিছ আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী ইন্তেকাল করার পরদিন শনিবার(১৮এপ্রিল) সকাল ১০টায় নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আল্লামা যুবায়ের আহমেদ আনসারীকে দাফন করা হয়। জানাযায় ইমামমতি করেছেন আল্লামা যুবায়ের আহমেদ আনসারীর দ্বিতীয় পুত্র হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। জনপ্রিয়তা ও ভালবাসার টানে হাজার হাজার আলেম ওলামা ও তৌহিদি জনতা করোনা পরিস্থিতির ভয়কে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে উক্ত জানাযায় অংশগ্রহন করেন। জনতার উপচে পড়া ভীড়ে জানাযার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েও মাঠসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ১কিলোমিটার পর্যন্ত মহাসড়কে মুসুল্লিরা কাতারবন্দী হয়ে জানাযার নামাজে অংশগ্রহন করেন। কিন্তু এত বিশাল জনস্রোত ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব না হলেও এই ব্যর্থতার দায়কে চাপিয়ে সরাইল সার্কেলের এএসপি, সরাইল থানার ওসি ও পুলিশ পরিদর্শককে(ওসি তদন্ত) প্রত্যাহার করা হয়েছে। এ ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক সমালোচনা। স্বতঃস্ফূর্তভাবে উক্ত জানাজার নামাজে অংশ নেওয়া হাজার হাজার মানুষের জনস্রোতকে ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব ছিল না বলে অনেকে এ বদলির আদেশকে অমানবিক মন্তব্য করে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন