আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে নবনির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী মুস্তূ মিয়া।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মুস্তাফিজুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা
ইঞ্জিনিয়ার মো.জাকির হোসেন,
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব, জয়ধরকান্দী ১নং ওয়ার্ডের মেম্বার খলীলুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শিউলী আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কেবল শিক্ষা বিস্তারে ভবন নির্মাণ করছেন না, তিনি শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে বর্তমান সরকার।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
আপনার মন্তব্য লিখুন