আর্ত-মানবতার সেবায় নিয়োজিত “তারণ্যের সৈয়দটুলা” স্বেচ্ছাসেবি মানবিক সংগঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
আর্ত-মানবতার সেবায় নিয়োজিত “তারণ্যের সৈয়দটুলা” স্বেচ্ছাসেবি মানবিক সংগঠন
স্টাফ রিপোর্টারঃ
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে -এই তার পণ।” সেই লক্ষ্যকে সামনে রেখে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত তারুণ্যের সৈয়দটুলা সংগঠনটির পথ-চলা। মানুষ হিসেবে অন্য ৮-১০ জন বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের আনন্দের জায়গা। তারুণ্যের সৈয়দটুলা সংগঠনটি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। বরাবরের ন্যায় এবারও তারুণ্যের সৈয়দটুলা সংগঠনটি পবিত্র মাহে রমজানের প্রথম পর্যায়ে প্রায় অর্ধশত গরীব-দুখী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রায় একশত হত-দরিদ্র পরিবারের কাছে পৌঁছিয়ে দেয়। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোঃ শহীদুল আলম (শাওন) জানিয়েছেন, তাদের কাজকে বেগবান রাখার জন্য বরাবরের মতো এবারও অর্থ দিয়ে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক কাতার প্রবাসী ফয়সাল মাহমুদ জুয়েল । মানবিক কাজে নিজের কষ্টার্জিত অর্থ গরীব-দুঃখী মানুষের মাঝে নিঃস্বার্থে বিলিয়ে দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির প্রত্যেক সদস্যবৃন্দকে এবং সংগঠনটির অন্যতম পরামর্শক জনাব আব্দুল করিম মাস্টারকে। এছাড়াও যাদের সহযোগিতায় তারুণ্যের সৈয়দটুলার আজকের এই গতিপথ তাদের সকলে ধন্যবাদ জানানো হয়েছে। সর্বোপরি তারণ্যের সৈয়দটুলা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল মাহমুদ জুয়েল সৈয়দটুলার প্রত্যেক মানুষের কাছে দোয়া কামনা করেছেন যাতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।
আপনার মন্তব্য লিখুন